ব্রিটিশ পার্লামেন্টের নিরাপত্তা বেষ্টনীতে একটি গাড়ি ধাক্কা দিলে বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন। পরে পুলিশ ওই গাড়ির চালককে আটক করে।
স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় কেন্দ্রীয় লন্ডনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আমর্ড পুলিশ, অ্যাম্বুলেন্স এবং দমকলকর্মীরা ঘটনাস্থলে যায়।
ঘটনার পর ওয়েস্ট মিনিস্টার টিউব স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। মিলব্যাংক, পার্লামেন্ট স্কয়ার এবং ভিক্টোরিয়া টাওয়ার গার্ডেন আইন-শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে।
সেখানে কোনো গণমাধ্যমকর্মীকেও যেতে দেওয়া হচ্ছে না।
তবে এখন পার্লামেন্ট অধিবেশন নেই। পার্লামেন্টের কর্মকর্তারা জানান, তারা একটি গাড়ি ঘিরে রেখে এক ব্যক্তিকে আটক করতে দেখেছেন।
পুলিশ হামলার কথা জানিয়ে বলেছে, আহতরা সবাই আশঙ্কামুক্ত।
তবে হামলার সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগসূত্র আছে কি না, সে বিষয়ে স্কটল্যান্ড ইয়ার্ড কোনো মন্তব্য করেনি।
জয়নিউজ/আরসি