বান্দরবানে রোয়াংছড়ি-রুমা সংযোগ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন

বান্দরবানে পর্যটন শিল্পের উন্নয়নে রোয়াংছড়ি-রুমা সংযোগ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রোয়াংছড়ি উপজেলা সদরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

- Advertisement -google news follower

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবানের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ ও নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত।

পরে মন্ত্রী বীর বাহাদুর রোয়াংছড়ি উপজেলা কেন্দ্রীয় তেজবন বৌদ্ধবিহারে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন।

- Advertisement -islamibank

অনুষ্ঠানে মন্ত্রী বীর বাহাদুর বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৪৭ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে দীর্ঘ ২১ কিলোমিটার সড়কটি নির্মিত হচ্ছে। সড়ক পথটি নির্মিত হলে পর্যটন সম্ভাবনাময় রুমা এবং রোয়াংছড়ি দুটি উপজেলার মধ্যে সেতুবন্ধন তৈরি হবে। এ অঞ্চলের মানুষের উৎপাদিত কৃষিপণ্য সহজে বাজারজাতকরণ করা সম্ভব হবে।

জয়নিউজ/আলাউদ্দিন/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM