বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের শিক্ষাসামগ্রী বিতরণ

বান্দরবানে প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের আওতায় বৌদ্ধমন্দির (বিহার) ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

- Advertisement -

শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মধ্যমপাড়ায় পার্বত্যমন্ত্রীর বাসভবনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

- Advertisement -google news follower

অনুষ্ঠানে ৭ উপজেলার পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রী বীর বাহাদুর বলেন, বর্তমান সরকার ধর্মনিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সরকার। ছেলে-মেয়েদের ছোটবেলা থেকেই যার যার ধর্ম অনুসারে আদর্শ মানবিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। এটি শিক্ষক ও অভিভাবকের দায়িত্ব।

- Advertisement -islamibank

এ সময় অন্যান্যের মধ্যে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভাপতি মংক্যচিং চৌধুরী, রোয়াংছড়ি সদর ইউনিয়ন চেয়ারম্যান চহ্লামং মারমা, পার্বত্যমন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরী ও উজানীপাড়া বিহারের বিহারাধ্যক্ষ উ চাইন্দাওয়ারা মহাথের উপস্থিত ছিলেন।

জয়নিউজ/আলাউদ্দিন/বিশু/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM