সন্দ্বীপে উপজেলা নির্বাচনে প্রার্থী বাছাইয়ে তৃণমূলের সভায় স্থানীয় সাংসদ মাহফুজুর রহমান মিতা তৃণমূল থেকে বাছাই করা প্রার্থীর নাম ফেলে দিয়ে নিজেই তিনজনের নাম ঘোষণা করেছেন।
শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকালে কবি আব্দুল হাকিম অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রের নির্দেশ অনুযায়ী তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর নাম দেওয়ার বাধ্যবাধকতা আছে।
সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খসরু বলেন, নিয়ম অনুযায়ী এ ধরনের সভায় স্থানীয় এমপির উপস্থিত থাকার সুযোগ নেই। কিন্তু তিনি সেখানে গিয়ে তিনটি নাম ঘোষণা করেন। আমি ওই প্রস্তাবনায় স্বাক্ষর করিনি। তবে আমরা বিষয়টি মানতে বাধ্য হয়েছি।
এ ব্যাপারে জানার জন্য সাংসদ মাহফুজুর রহমান মিতাকে একাধিকবার ফোন দেওয়া হয়। তবে তিনি ফোন রিসিভ করেননি।