চিতার শাবককে পাচার করতে থাইল্যান্ড থেকে ভারতে যাচ্ছিল এক বিমান যাত্রী। হঠাৎ কাস্টমস অফিসারদের নজরে পরে যায় ওই ব্যক্তির হাতে থাকা বাজারের ব্যাগ। আর তাতেই আটকে পড়ে ওই ব্যক্তি।
শনিবার ( ২ ফেব্রুয়ারি) ভারতের চেন্নাই বিমান বন্দরে ব্যাংকক থেকে একটা ফ্লাইট পৌঁছালে এমন ঘটনা ঘটে।
চেন্নাই কাস্টমস অফিসার জানায়, হঠাৎ আমরা তার হাতে থাকা ব্যাগ থেকে আওয়াজ শুনতে পাই। সন্দেহ হলে তার বাজারের ব্যাগ তল্লাশি করে দেখা যায়, এক মাস বয়সী একটা চিতা বাঘ ভারতে পাচারের জন্য ওই ব্যক্তি নিয়ে এসেছেন।
এএফপি কর্মকর্তা জানায়, সন্দেহভাজন ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম পরিচয় কিছু জানা যায়নি। তাকে চিতা বাঘ পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে স্পষ্ট করে কিছু বলেনি বলে জানিয়েছে পুলিশ।
বিমান কর্মকর্তা জানান, ‘উদ্ধার করা চিতা বাঘটি দুর্বল হয়ে পড়েছে, তাই চিতা বাঘের বাচ্চাকে দুধ খাওয়ানোর ব্যবস্থার নির্দেশ দেয়া হয়েছে’।
ভারতের গণমাধ্যম জানিয়েছে, চিতা বাঘটিকে চেন্নাইয়ের আরিগনার আন্না জুয়োলজিক্যাল পার্ক হস্তান্তর করার ব্যবস্থা করা হবে।
জয়নিউজ/বিশু