নতুন সরকারের প্রথম মাসেই রেকর্ড রেমিটেন্স

নতুন সরকারের সাফল্যের খাতায় যোগ হলো আরেকটি পালক। শপথ নেওয়ার প্রথম মাসেই দেশে এসেছে রেকর্ড রেমিটেন্স

- Advertisement -

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০১৯ সালের জানুয়ারিতে ১৫৯ কোটি ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা এক মাসের হিসেবে রেকর্ড।

- Advertisement -google news follower

সে হিসেবে গত বছরের জানুয়ারির চেয়ে ১৫ দশমিক ২৫ শতাংশ এবং আগের মাস ডিসেম্বরের চেয়ে ৩২ দশমিক ২ শতাংশ বেশি রেমিটেন্স এসেছে দেশে।

প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালের জুলাই মাসে এক মাসে সর্বোচ্চ ১৪৯ কোটি ২৪ লাখ ডলার রেমিটেন্স এসেছিল।

- Advertisement -islamibank

এছাড়া গত সাত মাসের হিসেবেও দেশে রেমিটেন্স এসেছে আগের চেয়ে বেশি। ২০১৮-১৯ অর্থবছরের প্রথম সাত মাসে অর্থাৎ জুলাই-জানুয়ারি সময়ে ৯০৮ কোটি ১৩ লাখ (প্রায় ৯.০৮ বিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

অন্যদিকে ২০১৭-১৮ অর্থবছরের একই সময়ে পাঠিয়েছিলেন ৮৩১ কোটি ২০ লাখ (৮.৩১ বিলিয়ন) ডলার। সে হিসাবে সাত মাসে রেমিটেন্স বেড়েছে ৯ দশমিক ২৫ শতাংশ।

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM