কেন্দ্র থেকে প্রশ্ন বাইরে পাঠানোর চেষ্টাকালে পরীক্ষার্থী বহিষ্কার

মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে মেসেঞ্জারে বাইরে পাঠানোর চেষ্টাকালে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কাঠিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন এবং এসি ল্যান্ড সম্রাট খিসা পরীক্ষার্থী রিফাত উদ্দিনকে বহিষ্কার করেন। রিফাত মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

- Advertisement -google news follower

উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন জয়নিউজকে বলেন, কাঠিরহাট উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে এক ছাত্রকে চ্যালেঞ্জ করে তার স্মার্ট ফোনের মেসেঞ্জারে প্রশ্নপত্রের ছবি বাইরে পাঠানোর চেষ্টার প্রমাণ পাই। পরে আরো ৬ জনের মোবাইল ফোন জব্দ ও ৩ কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়।

তিনি আরো বলেন, বহিষ্কৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরবর্তী পরীক্ষা থেকে আরও কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।

জয়নিউজ/পার্থ/হিমেল/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM