অবৈধ সম্পদের অভিযোগ: কাস্টম কর্মকর্তা সস্ত্রীক কারাগারে

চট্টগ্রামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একজন কাস্টম কর্মকর্তা ও তার স্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সিনিয়র স্পেশাল জজ আকবর হোসেন মৃধার আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

- Advertisement -

কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্তরা হলেন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আমজাদ হোসেন হাজারী ও তার স্ত্রী হালিমা বেগম লিপি।

- Advertisement -google news follower

এই দম্পতি আত্মসমর্পণের পর জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি মো. মাহমুদুল ইসলাম।

উল্লেখ, অবৈধভাবে ৩ কোটি ২ লাখ ৩২ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ৩ জানুয়ারি নগরের ডবলমুরিং থানায় আমজাদ ও তার স্ত্রী লিপির বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক শামসুল আলম।

জয়নিউজ/রুবেল/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM