পোপ ও গ্র্যান্ড ইমামের চুম্বন!

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে দুই ধর্মের দুই নেতার চুম্বন দৃশ্য।

- Advertisement -

মধ্যপ্রাচ্য যুদ্ধের সমাপ্তি আহ্বানের উদ্দেশে একটা চুক্তি স্বাক্ষর করেন খ্রীস্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস ও মিসরের কায়রোর গ্র্যান্ড ইমাম আল আজহার শেখ আহমেদ আল তায়েব। সেই চুক্তির পরে তাদের চুম্বনের দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

- Advertisement -google news follower

সোমবার ৪ ফেব্রুয়ারি  সৌদি আরবের আবুধাবিতে চরমপন্থীর বিরুদ্ধে লড়াইয়ের একটা নথি স্বাক্ষর করেন দুই নেতা।

তারা দু’জনই উগ্রবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করার ঘোষণা করেন। এ সময় সৌদি আরবে তিন দিনের সফরে আসা পোপ বলেন, ‘যেকোনো ধর্মীয় নেতাদেরই যুদ্ধের সম্ভাব্য ঝুঁকি নাকচ করতে হবে’।

- Advertisement -islamibank

উল্লেখ্য, খ্রিষ্টান ধর্মের কোনো শীর্ষ নেতা এই প্রথম সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM