চট্টগ্রামে চিকিৎসকদের আন্তর্জাতিক সম্মেলন শুরু

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের (সিআইডিসি) যৌথ উদ্যেগে চিকিৎসকদের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

- Advertisement -

বুধবার (৬ ফেব্রুয়ারি) সকালে নগরের রেডিসন ব্লু হোটেলে সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

- Advertisement -google news follower

অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্বাস্থ্যখাতে যুগান্তকারী অগ্রগতি সাধন করেছেন। জাতিসংঘ ঘোষিত স্বাস্ব্যখাতে মিলেনিয়াম ডেভেলাপমেন্ট গোলস (এমডিজি) অর্জনে বাংলাদেশ যথেষ্ট সক্ষমতা ও সফলতা দেখিয়েছে।

তিনি আরো বলেন, ব্যাপক জনগোষ্ঠীর এই দেশে গণমানুষের শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। বেসরকারি উদ্যোগে সিআইএমসি ও সিআইডিসি প্রতিষ্ঠার মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মসূচি আরো এগিয়ে যাচ্ছে।

- Advertisement -islamibank

এই সম্মেলন স্বাস্থ্যখাতে ব্যাপক অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সিআইএমসি’র অধ্যক্ষ অধ্যাপক ডা. আমির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চবি মেডিকেল ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ডা. সেলিম জাহাঙ্গীর, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার মেডিকেল ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. আজমী মোহাম্মদ নুর ও সিআইডিসি অধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ।

সম্মেলনের প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি ডা. কামরুল হাসান জানান, সিআইএমসি ও সিআইডিসির উদ্যোগে এটি প্রথম আন্তর্জাতিক সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশ বিদেশের প্রায় ৮শ চিকিৎসক অংশগ্রহণ করেছেন।

ডা. সরওয়ার কামাল জানান, সম্মেলনে ৩১টি সায়েন্টিফিক সেশনে ৯৮ জন চিকিৎসক তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।

জয়নিউজ/পলাশ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM