নিউজপেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটির অভিষেক

চট্টগ্রামে জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্র এমপ্লয়িদের সংগঠন নিউজপেপার এমপ্লয়িজ ওয়েল ফেয়ার সোসাইটি নিউজের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরের রীমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -google news follower

অভিষেক অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন দৈনিক কর্ণফুলী সম্পাদক আফসার উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক ও এডিসি জেনারেল হাবিবুর রহমান।

নিউজপেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটির অভিষেক

- Advertisement -islamibank

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি নাজিম উদ্দীন শ্যামল, দৈনিক ইনকিলাবের ব্যুরো প্রধান শফিউল আলম, দৈনিক আজাদীর সহকারী সম্পাদক খোরশেদ আলম, সমকালের ব্যুরো প্রধান সরোয়ার সুমন, আমাদের সময়ের ব্যুরো প্রধান হামিদ উল্লাহ, দেশ টিভির বিভাগীয় প্রধান সৈয়দ আলমগীর সবুজ, আজাদীর সিনিয়র রিপোর্টার সবুর শুভ, ইনকিলাবের রিপোর্টার তাপস বড়ুয়া রুমু ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার সাইদুল ইসলাম।

সভায় আ জ ম নাছির বলেন, নাগরিক হিসেবে আমাদের স্ব স্ব ক্ষেত্রে দায়িত্ব পালনে সরচতন হতে হবে। তাহলে বন্দরনগরীকে সুন্দর পরিপাটি রাখা সম্ভব। আজকের দিনে মিডিয়া অনেক শক্তিশালী। মিডিয়ার কাছে সবাই চান বস্তনিষ্ঠ সংবাদ। অন্যথায় সাধারণ জনগণ বিভ্রান্ত হতে পারেন।

সংবাদপত্রের ভবিষ্যৎ সম্পর্কে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, বাংলাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ায় আগামী দশ বছরের মধ্যে সংবাদপত্রের ভবিষ্যৎ অন্ধকার বলে ঘোষণা দেয়ার কোনো সম্ভাবনা নেই।

তিনি আরো বলেন, চা ও সেভেনআপ আমরা খেতে পারি, একটা সংবাদপত্র কেনার প্রতি আমাদের আগ্রহ নেই। অনুষ্ঠানের আয়োজক সংগঠনটির সদস্যদের সংবাদপত্রের একটি হ্রদপিন্ড হিসেবে উল্লেখ করেন।

সোসাইটি নিউজের সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা আবদুস শুক্কর, সাবেক সভাপতি জসীম উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সম্পাদক আনোয়ার সাদাত মুরাদ, আলমগীর হায়দার, তাপস নন্দী, সাফাউল হক রিয়াজ, রাজীব নন্দী, মনজুর মোর্শেদ, আকতার কামাল, মোতাহের হোসেন, ইসলাম মিয়া, সুবীর পালিত, আরিফ সাইফুল্লাহ ও গোলাম মোস্তাফা।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM