দেশের শততম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং ফলক উন্মোচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্ণা, প্রফেসর প্রজেন্দ্র বিকাশ চাকমা, জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল্লাহ আল আমীনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফলক উন্মোচনের পর বান্দরবান শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নুরুল আবছার জানান, শুরুতে ইংরেজি অনার্স, এমবিএ এবং বিবিএ ৩টি বিষয়ে শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। পরবর্তীতে জার্নালিজম এবং কম্পিউটার সায়েন্স চালু করা হবে। ইতোমধ্যে তিনটি সাবজেক্টে ১শ’ ছাত্রছাত্রী ভর্তি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্যমন্ত্রী বলেন, পাহাড়ের মানুষের কাছে বান্দরবান বিশ্ববিদ্যালয় একটি স্বপ্নের নাম। এটি এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উচ্চশিক্ষা লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।