ভারতে সোয়াইন ফ্লু বা এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত অন্তত ২২৬ জন মারা গেছে।
এরমধ্যে রাজস্থানের পরিস্থিতি সবচেয়ে শোচনীয়। এই একটি রাজ্যে অন্তত ৮৫ জন মারা গেছে এবং ২ হাজার ২৬৩ জন আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। গুজরাটে ৪৩ এবং পাঞ্জাবে ৩০জন মারা গেছে। চলতি বছরের এ পর্যন্ত এ দুই রাজ্যে ৬ হাজার ৬০০ এর বেশি রোগী শনাক্ত করা হয়েছে। ভারতের জাতীয় রোগ নির্ণয় কেন্দ্র বা এনসিডিসি’র প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
সোয়াইন ফ্লু মোকাবেলার বিষয়টি পর্যালোচনা করছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিব প্রীতি সুদানের নেতৃত্বে এ পর্যালোচনা বৈঠক হয়। রাজস্থানে গণস্বাস্থ্য সংক্রান্ত একটি টিম পাঠানোর কথা জানিয়েছে মন্ত্রণালয়। এছাড়া গুজরাট ও পাঞ্জাবে টিম পাঠানো হয়েছে। সোয়াইন ফ্লু মোকাবেলায় রাজ্যগুলোকে সহায়তা করার জন্য এ সব টিম পাঠানো হয়।
পরিস্থিতি পর্যালোচনায় নিয়মিত ভিডিও সম্মেলন করা হয় বলেও জানিয়েছে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।–পার্সটুডে