সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এ ক্যাম্পেইনের আওতায় দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী ১ কোটি ২০ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
শনিবার (৯ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বিকেল চারটা পর্যন্ত। এসময় স্বাস্থ্যকর্মীরা ১ লাখ ২০ হাজার স্থায়ী স্বাস্থ্যকেন্দ্রে এবং ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবেন শিশুদের।
নির্ধারিত স্থান ছাড়াও লঞ্চঘাট, ফেরিঘাট, টোল প্লাজা, সেতু, বিমানবন্দর, রেলস্টেশন ও খেয়াঘাটে ক্যাম্পেইনের কর্মীরা থাকবেন।
প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর দিন ধার্য ছিল। তবে অনিবার্য কারণে ১৭ জানুয়ারি তা স্থগিত করেছিল সরকার। পরে শনিবার ক্যাম্পেইনের নতুন তারিখ নির্ধারিত হয়।