সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হেলাল উদ্দিন বাবরকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
এর আগে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভাটিয়ারির ইমামনগরের নিজ বাড়ি থেকে পুলিশের একটি দল তাকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। তবে পরিবার ও দলের পক্ষ থেকে দাবি করা হয়, রাজনৈতিক মামলায় তাকে আটক করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এহতেশাম জয়নিউজকে বলেন, আটক হেলাল নাশকতার একাধিক মামলার আসামি। দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদে খবর পেয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক তফাজ্জল হোসেন জয়নিউজকে বলেন, সরকার পুরো দেশকে একটি কারাগারে পরিণত করেছে। হেলালকে মিথ্যা মামলায় আটক করা হয়েছে। তার মুক্তির দাবি করেন তিনি।