বিকেএমইএ’কে আইটিএমএফের সদস্য হওয়ার আহ্বান

বাংলাদেশের শিল্প খাতের টেকসই উন্নয়ন ও নেটওয়ার্কিংসহ সামগ্রিকভাবে বিকেএমইএ কে সহযোগিতা করা এবং আইটিএমএফের সদস্য হওয়ার আহ্বান জানিয়েছেন আইটিএমএফের প্রেসিডেন্ট ও ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক জুং।

- Advertisement -

শনিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা কার্যালয়ে বিকেএমইএ ও আইটিএমএফের বৈঠকে এ কথা জানান তিনি।

- Advertisement -google news follower

কিহাক জুং বলেন, বাংলাদেশ পোশাক শিল্পের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বিশ্বের বাজারে বাংলাদেশের চাহিদা বেড়েই চলছে। তাই এদেশের পোশাক শিল্পের উদ্যোক্তাদের আইটিএমএফের সদস্য হওয়া প্রয়োজন।

এছাড়া পর্তুগালে অনুষ্ঠিতব্য আইটিএমএফের আন্তর্জাতিক সম্মেলনে বিকেএমই’র সদস্যদের আমন্ত্রণ জানান তিনি ।

- Advertisement -islamibank

অনুষ্ঠানে বিকেএমইএ’র প্রথম সহসভাপতি মনসুর আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আইটিএমএফের বোর্ড সদস্য অ্যান্ড্রু ম্যাক ডোনাল্ড, বিকেএমইএ’র দ্বিতীয় সহসভাপতি ফজলে শামীম এসহান, পরিচালক মোস্তফা জামাল পাশা ও শহীদ উদ্দিন আহমেদ আজাদ।

জয়নিউজ/ফয়সাল/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM