অসাম্প্রদায়িক ক্যাম্পাসে অসাম্প্রদায়িকতার বার্তা নিয়ে আবার এল সরস্বতী পূজা। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, এই পূজাকে চট্টগ্রাম আইন কলেজের ছাত্রছাত্রীরা কখনোই সনাতন ধর্মাবলম্বীদের একক অনুষ্ঠান মনে করে না।
রোববার (১০ ফেব্রুয়ারি) জে.এম.সেন হল প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ ও বাণী অর্চনা সংসদ চট্টগ্রাম আইন কলেজ শাখার যৌথ উদ্যোগে গরিব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
আইন কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক বিটু মুহুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর পূজা পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, জন্মষ্টমী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দে। আরো বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী।
উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আওয়ামী লীগ নেতা মো. ইছা, মো. রাশেদুল আলম, মহানগর পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মহানগর পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নটু চৌধুরী, পুলক খাস্তগীর, অ্যাডভোকেট টিপু শীল জয়দেব, রজত সাহা রনি, অপরেশ দাশ, চন্দন পালিত, রেবা বড়ুয়া, জাফর আলম রবিন প্রমুখ।