১১ মার্চ ডাকসু নির্বাচন

ডাকসু নির্বাচনে ২৫ পদে ভোট আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করা হয়েছে।

- Advertisement -

কর্তৃপক্ষ জানায়, নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র জমা ও বাছাই ২৬ ফেব্রুয়ারি, প্রার্থী তালিকা প্রকাশ ২৭ ফেব্রুয়ারি,মনোনয়নপত্র প্রত্যাহার ২ মার্চ, প্রার্থীদের চূড়ান্ত তালিকা ৩ মার্চ এবং সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হবে ৫ মার্চ।

- Advertisement -google news follower

আদালতের নির্দেশে তিন দশক পর ডাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে।

ডাকসু নির্বাচন চেয়ে আদালতে রিট হয়েছিল।এতে ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশনা আসে গত বছর হাইকোর্ট থেকে।

- Advertisement -islamibank

কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনে ওই আদেশ স্থগিত করেছিলেন আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগ গত ৬ জানুয়ারি সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নিলে নির্বাচন আয়োজনের বাধা কাটে।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM