ভারতে #মিটু আন্দোলন বয়ে এনেছিলেন একসময়ের বলিউড সেনসেশন তনুশ্রী দত্ত। এবার বঙ্গললনা তনুশ্রীর সাফল্যের মুকুটে যুক্ত হচ্ছে আরও একটি পালক। মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুলে বক্তৃতা করার ডাক পেলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই জানালেন সে খবর।
ইনস্টাগ্রামে তনুশ্রী লেখেন, ‘আগামী ১৬ ফেব্রুয়ারি বোস্টনের হার্ভার্ড বিজনেস স্কুলে ইন্ডিয়া কনফারেন্স-২০১৯ রয়েছে। স্নাতকস্তরের শিক্ষার্থীরা ওই অনুষ্ঠানের আয়োজন করেছে। তাদের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছি। হার্ভার্ড বিজনেস স্কুল ও হার্ভার্ড কেনেডি স্কুলে বক্তৃতা করব।’
শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবছরই হার্ভার্ডে ইন্ডিয়া কনফারেন্স অনুষ্ঠিত হয়। তনুশ্রী দত্তের সাথে একই মঞ্চে এ বছর হাজির থাকবেন সমাজকর্মী অরুণা রায়, সাংবাদিক বরখা দত্ত, চিত্রপরিচালক এস এস রাজামৌলি এবং রাজনীতিক আসাদউদ্দিন ওয়েইসি।