মেয়াদোত্তীর্ণ নিলাম অযোগ্য পণ্য ধ্বংসের প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ।
সোমবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের হালিশহর আবর্জনাগারে আমদানি হওয়া নষ্ট পণ্যগুলো ধ্বংস করা হয়।
চট্টগ্রাম কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সাধন কুমার কুন্ডু জয়নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে মামলা বা বিভিন্ন কারণে খালাস না হওয়ায় আমদানিকৃত পণ্যগুলো জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছিল। এসব পণ্য ধ্বংস করার লক্ষ্যে জেলা প্রশাসন, বন্দর, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির তত্ত্বাবধানে এক সপ্তাহের মধ্যে ১২৮ কনটেইনার পণ্য ধ্বংস করা হবে। প্রথম দিনে ১৭ কনটেইনার পণ্য ধ্বংস করা হয়েছে।
তিনি আরো জানান, পঁচা-গলা আপেল, কমলা ও বিভিন্ন ফলসহ এক বছর বা আরো আগে আনা ব্যবহার অযোগ্য পণ্যগুলোই মূলত ধ্বংস করা হচ্ছে।
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন জয়নিউজকে বলেন, আমদানি করা পণ্য আইনি জটিলতাসহ বিভিন্ন কারণে অনেকে বন্দর থেকে খালাস করেন না। এক্ষেত্রে আটকে থাকা কনটেইনারগুলোর কারণে পণ্য খালাস করতে বিলম্ব হওয়ায় আমাদের লোকসান গুণতে হয়। বাতিল পণ্যগুলো ধ্বংস করার কারণে কনটেইনার জট কমবে। এতে ব্যবহারযোগ্য আমদানি পণ্যগুলো ভোক্তাদের কাছে দ্রুত পৌঁছানো সম্ভব হবে।