রহস্য রোমাঞ্চে ভরা আরও এক কাহিনি সেলুলয়েড ‘ভিঞ্চি দা’। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এ ক্রাইম থ্রিলারে মূল দুই চরিত্রে অভিনয় করছেন রুদ্রনীল ঘোষ এবং ঋত্বিক চক্রবর্তী। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকারকে। অনির্বাণের চরিত্র এক পুলিশ অফিসারের। ছবিটি প্রযোজনা করেছেন শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনির শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
ছবির পোস্টারের ক্যাপশনে লেখা ‘দ্য আর্ট অফ রিভেঞ্জ, দ্য রিভেঞ্জ অফ আর্ট’। কীভাবে, কোন কৌশলে প্রতিশোধস্পৃহা পূরণ করা যায় ক্যাপশনে রয়েছে তারই ইঙ্গিত।
‘ভিঞ্চি দা’ সৃজিত মুখোপাধ্যায়ের তৃতীয় বাংলা থ্রিলার ছবি। শীঘ্রই মুক্তি পাবে এ ছবি।