চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে শাখা ছাত্রলীগের একাংশ।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনদিনব্যাপী এই কর্মসূচি শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ১ হাজার ১০০ জন শিক্ষার্থী এতে স্বাক্ষর করেছে বলে জানা যায়।
এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের অন্যতম প্ল্যাটফর্ম হলো চাকসু। এ লক্ষ্যে আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছি।
জানা যায়, আয়োজকরা সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।