বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে বুধবার

বিপিএলের মেগা আসর শেষে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশন দিয়ে শুরু হচ্ছে টাইগারদের আন্তর্জাতিক ব্যস্ততা। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টায় নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।

- Advertisement -

নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের অভিজ্ঞতাটা খুব একটা সুখকর নয়। এর আগে ২০১৭ সালের নিউজিল্যান্ড সফরে তিন সংস্করণেই হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।

- Advertisement -google news follower

এবার অবশ্য অনেক আশাবাদ নিয়েই তাসমান সাগর পাড়ের দেশটিতে গিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল। নিজেদের অতীত ইতিহাসটার বাঁক বদলে সাফল্যের গল্পই লিখতে চান স্টিভ রোডসের শিষ্যরা। সেই সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতিটাও সেরে নিতে চান মাশরাফি-মুশফিকরা।

কিন্তু এ সফরের শুরুতেই দলের অন্যতম সদস্য সাকিব আল হাসানকে হারিয়ে কিছুটা ব্যাক-ফুটে চলে গিয়েছে টিম বাংলাদেশ।

- Advertisement -islamibank

‘সাকিবকে ছাড়াও আমরা জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। সাকিবের শূন্যতা অপূরণীয় হলেও ইতিবাচক ক্রিকেটই খেলবে টিম বাংলাদেশ’, বলেছেন টাইগার কাপ্তান মাশরাফি।

উপমহাদেশের ক্রিকেটারদের জন্য নিউজিল্যান্ড সবসময়ই কঠিন কন্ডিশন। তবে ওয়ানডেতেও বাংলাদেশ যথেষ্ট সমীহ জাগানো দল। নিজেদের সর্বশেষ পাঁচ খেলায় চারটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। বিপরীতে সর্বশেষ খেলা ৫ ওয়ানডের মধ্যে কিউইদের জয় একটিতে।

সম্ভাব্য বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM