চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক সপ্তাহের ১০ দিনে ১১ হাজার ৭১২টি মামলা দায়ের করেছে। একই সময়ে মামলার বিপরীতে জরিমানা আদায় করেছে ৩৫ লাখ ৩৩ হাজার টাকা।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান জয়নিউজকে জানান, বন্দরনগরী চট্টগ্রামে অত্যন্ত সফলভাবে ট্রাফিক সপ্তাহ শেষ হয়েছে। ১০ দিনের এই ট্রাফিক সপ্তাহে চট্টগ্রাম নগরীতে বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে ১১ হাজার ৭১২টি মামলা দায়ের করা হয়েছে। এ সব মামলার বিপরীতে ৩৫ লাখ ৩৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মামলা দায়ের ও জরিমানা আদায় ছাড়াও কাগজপত্র না থাকায় ৯৪৫টি বিভিন্ন ধরনের যানবাহন আটক করা হয়।
চট্টগ্রাম নগরের ট্রাফিক বিভাগের উত্তর ও বন্দর জোনের অধীনে ৫ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত ট্রাফিক সপ্তাহ-২০১৮ পালিত হয়।