চট্টগ্রামে ১১ হাজার ৭১২ মামলা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক সপ্তাহের ১০ দিনে ১১ হাজার ৭১২টি মামলা দায়ের করেছে। একই সময়ে মামলার বিপরীতে জরিমানা আদায় করেছে ৩৫ লাখ ৩৩ হাজার টাকা।

- Advertisement -

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান জয়নিউজকে জানান, বন্দরনগরী চট্টগ্রামে অত্যন্ত সফলভাবে ট্রাফিক সপ্তাহ শেষ হয়েছে। ১০ দিনের এই ট্রাফিক সপ্তাহে চট্টগ্রাম নগরীতে বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে ১১ হাজার ৭১২টি মামলা দায়ের করা হয়েছে। এ সব মামলার বিপরীতে ৩৫ লাখ ৩৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মামলা দায়ের ও জরিমানা আদায় ছাড়াও কাগজপত্র না থাকায় ৯৪৫টি বিভিন্ন ধরনের যানবাহন আটক করা হয়।

- Advertisement -google news follower

চট্টগ্রাম নগরের ট্রাফিক বিভাগের উত্তর ও বন্দর জোনের অধীনে ৫ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত ট্রাফিক সপ্তাহ-২০১৮ পালিত হয়।

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM