খালেদাকে ব্যক্তিগত চিকিৎসক দিয়ে চিকিৎসার আবেদন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রচন্ড অসুস্থ দাবি করে তাকে ব্যক্তিগত চিকিৎসক দিয়ে চিকিৎসা করানোর জন্য আবারও আবেদন করেছেন তার আইনজীবীরা।

- Advertisement -

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে এ আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

- Advertisement -google news follower

এর আগে নাইকো দুর্নীতি মামলায় হাজিরার জন্য দুপুর ১২টা ২৩ মিনিটে হুইল চেয়ারে করে খালেদা জিয়াকে আদালতে হাজির করে কারা কর্তৃপক্ষ। এ নিয়ে আটবার তাকে কারা আদালতে হাজির করা হলো। শুনানি শেষে বেলা ২টা ৫ মিনিটে তাকে কারাগারে পাঠানো হয়।

খালেদা জিয়ার আইনজীবী বলেন, তার চিকিৎসার ব্যাপারে হাইকোর্টের একটি আদেশ আছে। এর আগেও তাকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছিল। কিন্তু তার পূর্ণাঙ্গ চিকিৎসা শেষ না হতেই আবার কারাগারে নেওয়া হয়। এখন তিনি প্রচন্ড অসুস্থ। তাই আমরা ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে আবারও চিকিৎসা প্রদানের অনুমতি চেয়ে আবেদন করছি।

জয়নিউজ/অভিজিত/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM