সুদানে নৌকাডুবি: ২৪ স্কুল শিক্ষার্থীর মৃত্যু

সুদানের উত্তরাঞ্চলীয় নিল নদীতে বুধবার (১৫ আগস্ট) এক নৌকাডুবিতে অন্তত ২৪ স্কুলপড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

- Advertisement -

বিবিসি জানায়, দুর্ঘটনার শিকার নৌকাটিতে ৪০ জনের বেশি আরোহী ছিল। অন্য আরোহীদের খুঁজতে তল্লাশি অভিযান চলছে।

- Advertisement -google news follower

পুলিশ জানিয়েছে, নৌকার বেশিরভাগ যাত্রী ছিল স্কুলের শিশু। স্কুলে যাওয়ার জন্য ইঞ্জিনচালিত নৌকায় নদী পার হচ্ছিল তারা। কিন্তু যাত্রাপথে তীব্র ¯্রােতের কারণে হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেলে নৌকাটি ডুবে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

কেনবা হাই স্কুলের প্রধান শিক্ষক আব এল খায়ের বলেন, নৌকাটিতে থাকা শিশুদের বয়স ছিল সাত থেকে ১৬ বছরের মধ্যে।

- Advertisement -islamibank

তিনি জানান, সাধারণত শিক্ষার্থীরা হেঁটে স্কুলে আসে। কিন্তু ব্যাপক বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় গত সপ্তাহ থেকে তারা নৌকায় করে স্কুলে আসছিল।

প্রধান শিক্ষক আব এল খায়ের আরো জানান, বুধবারের দুর্ঘটনায় মৃত্যুবরণ করা শিক্ষার্থীদের অধিকাংশই ছাত্রী। একটি পরিবার তাদের পাঁচ কন্যাকে হারিয়েছে। আরো দুইটি পরিবার তিনটি করে সন্তান হারিয়েছে।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM