জয়নিউজ পাঠক ফোরাম রাঙ্গামাটি জেলা কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্যের কমিটিতে মাসুদ রানা হৃদয়কে আহ্বায়ক ও তাজুল ইসলাম তাজকে সদস্য সচিব করা হয়েছে।
এতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে তুসু কর্মকার, তানজিল সোহান, সাপেল বড়ুয়া জয়, রবিন মির্জা ও মির্জা কাদের স্বপনকে।
কমিটির অন্য সদস্যরা হলেন উজ্জল মল্লিক, নুর প্রিয়া, নোবেল মল্লিক, তারেক হোসেন, ইমন নাথ, নয়ন, ইমরান মিয়া, আরিফুল ইসলাম মানিক, সুমাইয়া হাসান নদি, হাসানুল বান্না নাবিল, আশিকুর রহমান, আশরাফুল ইসলাম ইমন, দিদার গনি ও অনীন্দিতা চক্রবর্তী।