পঞ্চগড়ে ইজতেমা বন্ধের দাবিতে লংমার্চের হুঁশিয়ারি হেফাজতের

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা পঞ্চগড়ে আগামী ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য কাদিয়ানিদের ইজতেমার আয়োজন ও কার্যক্রম বন্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। দাবি পূরণ না হলে পঞ্চগড় অভিমুখে লংমার্চসহ আরো কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

- Advertisement -

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজত ইসলামের আমিরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

- Advertisement -google news follower

এসময় হেফাজত নেতৃবৃন্দ বলেন, কাদিয়ানীরা শুধু ইসলামের দুশমন নয়, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যও বড় হুমকি। তাই অনতিবিলম্বে জাতীয় সংসদে আইন পাশ করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

হেফাজত আমীর আল্লামা শাহ্ আহমদ শফি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আহমদিয়া মুসলিম জামাত’তথা কাদিয়ানিদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। আমাদের এ দাবিটি হেফাজতের ১৩ দফার মধ্যে অন্যতম। এছাড়া যারা কাদিয়ানিদের মুসলমান বলবে তারাও বেঈমান। তাদের ঈমান থাকবে না। তাই সরকারের প্রতি কাদিয়ানিদের ইজতেমা বন্ধ ও সরকারিভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার জন্য এ সাংবাদিক সম্মেলন থেকে জোর দাবি জানাচ্ছি।

- Advertisement -islamibank

হেফাজতের ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সঞ্চালনায় সাংবাদিক সম্মেলনে হেফাজত আমীরের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা লোকমান হাকিম, মাওলানা সলিম উল্ল্যাহ, মাওলানা নোমানী মেখলি, মাওলানা ইসহাক নূর, মাওলানা মঈনুদ্দিন রুহি, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা রফিক নানুপুরী, মাওলানা নাসির উদ্দিন মুনির, মাওলানা হাফেজ ফয়সাল, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা আলমগীর, সরোয়ার কামাল ও মাওলানা আহসান উল্লাহ।

জয়নিউজ/আবু তালেব/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM