মুক্তি পেয়েছে ভাষা আন্দোলনের গল্প নিয়ে প্রথম নির্মিত চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’। দেশের ৫২টি সিনেমা হলে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) থেকে মুক্তি পেয়েছে ছবিটি। এটি পরিচালনা করেছেন তৌকীর আহমেদ।
টিটো রহমানের ‘বউ কথা কও’ ছোটগল্প অবলম্বনে চিত্রনাট্য করেছেন তৌকীর আহমেদ নিজেই। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ।
ছবিতে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাজু খাদেম, রওনক হাসান, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত ও বলিউড অভিনেতা যশপাল শর্মা।
ভাষা আন্দোলনের গল্প নিয়ে এটিই প্রথম চলচ্চিত্র। ছবিটি নিয়ে সিনেমা হল মালিকদের মধ্যে উৎসাহ রয়েছে বলে জানান এর নির্মাণের সঙ্গে জড়িতরা। তাঁদের বিশ্বাস, ভালো মানের ছবি হওয়ায় দর্শকরা এটি দেখতে সিনেমা হলে যাবেন।
জয়নিউজ/হিমেল