ইংলিশ ব্যাটসম্যান জো রুটের সঙ্গে ওই ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন ক্যারিবিয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়াল। তবে তাতে এড়াতে পারেননি শাস্তি। চার ম্যাচের জন্য গ্যাব্রিয়ালকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
কিন্তু প্রশ্ন থেকে যায় রুটকে কী বলেছিলেন গ্যাব্রিয়েল? উত্তরটা শুনলে লজ্জায় সবার মুখ ঢাকার কথা। কারণ রুটকে ‘সমকামী’ বলেছিলেন গ্যাব্রিয়াল।
তবে এমন মন্তব্যে দুঃখ প্রকাশ করেছেন গ্যাব্রিয়াল। নিষিদ্ধ হওয়ার পরপরই এক বিবৃতিতে ক্ষমাও চান তিনি।
এক বিবৃতিতে গ্যাব্রিয়েল উল্লেখ করেন, ‘আমি মনে করি আমার তাদের প্রতি শ্রদ্ধা জানানো উচিত যারা আমার পাশে ছিলেন এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পাশে ছিলেন। যে ঘটনা ঘটেছে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’
‘আমাদের মধ্যে তখন বাক্য বিনিময় হচ্ছিল। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে এমন ঘটনা ঘটেছে। চাপে ছিলাম এবং আমার বোলিংয়ের সময় ইংল্যান্ডের অধিনায়ক জো রুট একাগ্রভাবে আমার দিকে তাকিয়ে ছিলেন। এটা হয়ত খুবই সহজাত শারীরিক ভাষা যেটা প্রায় সব টেস্ট ক্রিকেটাররাই করে থাকেন।’
‘আমার এখনও মনে আছে, আমার মনোযোগ নষ্ট করতে আমি জো রুটকে বলি- তুমি কেন আমার দিকে তাকিয়ে হাসছ? তোমার কি ছেলেদের পছন্দ?
ও আমায় যা বলেছিল তা মাইক্রোফোনে ধরা পড়ে- এটাকে অপমানসূচক বাক্য হিসেবে বলা উচিত না। সমকামী হওয়া দোষের কিছু না। পাল্টা উত্তরে আমি বলি, ‘এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার দিকে তাকিয়ে হাসা বন্ধ করো।’
‘পরবর্তীতে তার (রুট) সঙ্গে আমার কথা হয়েছে এবং আমি শান্তি পাচ্ছি এই ভেবে তার চেহারায় আমি কোনো রাগ দেখিনি’।
আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ২ এর ২.১৩ ধারায় উল্লেখ আছে, কোনো ক্রিকেটার অন্য কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারবেন না। আর এই ধারা ভঙ্গের অপরাধেই এক ডিমেরিট পয়েন্টসহ চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন গ্যাব্রিয়েল।
জয়নিউজ/হিমেল