আসছে গ্রীষ্মের সবজি, দামও কম

নগরের কাজির দেউড়ি বাজারে আসতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজি। যোগান কমছে শীতের সবজির। সবজি বিক্রেতারা বলছেন, সামনের দিনগুলোতে শীতকালীন সবজির দাম বাড়বে। গ্রীষ্মকালীন সবজি পাওয়া যাবে অপেক্ষাকৃত কম মূল্যে। তবে আরো দুই-তিন সপ্তাহ বাজার স্থিতিশীল থাকবে।

- Advertisement -

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) এ বাজারে ঘুরে দেখা গেছে, মাছের দোকানে সাজিয়ে রাখা হয়েছে বড় বড় মাছ। কিন্তু দাম বেশি।

- Advertisement -google news follower

কোরাল প্রতিকেজি ১ হাজার টাকা, লাক্ষা ১৩শ’ টাকা, রূপচান্দা ৯০০ টাকা, পোয়া মাছ ৩২০ টাকা, বাটা ৫০০ টাকা, লইট্টা ১৫০ টাকা, চিংড়ি ১৩০০ টাকা আর ইলিশ ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এ বাজারে প্রায় সব ধরনের সবজি, মাছ ও মাংসের দাম অন্য বাজারের চেয়ে বেশি।

শীতকালীন সবজির মধ্যে প্রতি কেজি ফুলকপি ২৫ টাকা, বাঁধাকপি ২০ টাকা, টমেটো ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, শিম ৪০ টাকা, শিমের বিচি ৮০ টাকা, মুলা ২০ টাকা, বেগুন ৪০ টাকা, লাউ ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, কচুর লতি ৬০ টাকা, ঢেড়শ ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, তিত করলা ১০০ টাকা, শসা ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

- Advertisement -islamibank

এ বাজারে ব্রয়লার মুরগি প্রতিকেজি ১৫০ টাকা, সোনালী মুরগি ২৫০ টাকা, দেশি মুরগি ৪০০ টাকা, খাসির মাংস ৮৫০ টাকা, গরু মাংস হাড়ছাড়া ৬৫০ টাকা ও হাড়সহ ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে আসা সিটি করপোরেশনের এক কর্মকর্তা জয়নিউজকে বলেন, এখানে সবসময় তাজা সবজি ও ভালোমানের মাছ পাওয়া যায়। এজন্য দামও কিছু বেশি।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM