রেসিং কার চালিয়ে তাক লাগালো সৌদি তরুণী

বিশ্বের একমাত্র সৌদি আরবেই মেয়েদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল। এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সৌদি নারীরা গাড়ি চালানো শুরু করে মাস কয়েক আগে। যেখানে মেয়েদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল, সে দেশেরই এক মেয়ে এবার রেসিং কার চালিয়ে তাক লাগিয়ে দিলেন।

- Advertisement -

গত বছরের জুনে লাইসেন্স পাওয়ার পরই অক্টোবরেই প্রথম রেসে অংশ নেন রীমা আল জুফালি। কলেজে উঠতেই ফর্মুলা ওয়ানের অনুরাগী হয়ে উঠেছিলেন রীমা।

- Advertisement -google news follower

তারপর রেসিং কার লাইসেন্সের জন্য আবেদন করে বসলেন। পাশাপাশি রেসিং কার চালানো শিখতে ভর্তি হয়ে গেলেন ফর্মুলা কার রেসিং স্কুলে। ২৬ বছরের রীমার বাড়ি জেদ্দাতে। দেশের বাইরে এখন স্নাতকে পড়ছেন।

২০১৭ সালের সেপ্টেম্বর মাসে নারীদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এরপর ২০১৮ সালের ২৪ জুন রিয়াদের রাস্তায় প্রথম গাড়ির স্টিয়ারিং হাতে নেন নারীরা ।

- Advertisement -islamibank

জয়নিউজ/পলাশ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM