রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী স্থানান্তরের সময় এক শিশুর মৃত্যু হয়েছে। অ্যাম্বুলেন্সে গুরুতর অসুস্থ রোগীদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় দেড় বছর বয়সী শিশুটির। শিশুটির পরিচয় পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হাসপাতালের শিশু ওয়ার্ড।গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে পাশের কেয়ার হাসপাতালে আনা হয়।
কেয়ার হাসপাতালের মহাব্যবস্থাপক মো. আবদুল্লাহ খান বলেন, শিশুটিকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। আগুন লাগার পর অক্সিজেন মাস্ক খুলে তাকে আনা হয়েছিল। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, হাসপাতালের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সবার শুক্রবারের ছুটি বাতিল করা হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পৃথক তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়, হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস।
জয়নিউজ/অভিজিত/পলাশ/আরসি