তাদেরকে চরম মূল্য দিতে হবে: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আমি সন্ত্রাসীগোষ্ঠী ও তাদের সহযোগী ও মদদদাতাদের বলতে চাই যে, তারা একটা বড় ভুল করেছে। আর তাদেরকে এর জন্য চরম মূল্য দিতে হবে। এই হামলার নেপথ্যে যারা আছে তাদের শাস্তির আওতায় আনবো আমরা। এজন্য আমরা নিরাপত্তাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি।’

- Advertisement -

জম্মু-কাশ্মীরের ভারতশাসিত অংশে বোমা হামলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) নিহত সদস্যদের শ্রদ্ধা জানানোর পর শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) এ মন্তব্য করেন তিনি।

- Advertisement -google news follower

দেশটির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে নিরাপত্তাবাহিনীকে হামলার ঘটনায় যেকোনো সময়, যেখানেই হোক ইচ্ছেমতো পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান মোদি।

নরেন্দ্র মোদি বলেন, ‘ভারতকে আমাদের পার্শ্ববর্তী দেশ অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। তাদেরকে এই সুযোগ দেওয়া যাবে না।’

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM