ইজতেমার আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা

দেশ ও জাতির কল্যাণ এবং দুনিয়া ও আখেরাতের শান্তি কামনা করে শেষ হলো ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। কাকরাইল মসজিদের মুরব্বি ও তাবলিগ জামাতের শুরা সদস্য হাফেজ মাওলানা জোবায়ের মোনাজাত পরিচালনা করেন। এসময় ইজতেমা ময়দানের চারপাশ মুখরিত হয়ে ওঠে আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনিতে।

- Advertisement -

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৬ মিনিটে লাখো মুসল্লির অংশগ্রহণে শেষ হয় আখেরি মোনাজাত।

- Advertisement -google news follower

মোনাজাতে মাওলানা জোবায়ের বলেন, হে আল্লাহ, আমাদের ঈমানকে আরো মজবুত ও আপনার বান্দা হিসেবে কবুল করে নেন। বিশ্বের সকল মুসলমানরা যেন শান্তিতে থাকতে পারে। দ্বীনের ওপর পথচলা সহজ করে দাও। হে আল্লাহ, তুমি আমাদের ওপর সন্তুষ্ট হয়ে যাও। আমরা যেন তোমার সন্তুষ্টি মাফিক চলতে পারি সে তওফিক দাও। দুনিয়ার সব বালা-মুসিবত থেকে আমাদের হেফাজত করো।

আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগ তীরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসেন। সকাল সাড়ে ৮টার মধ্যেই ভিড় জমতে শুরু করে ইজতেমা মাঠ ও তার আশপাশের রাস্তায়।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে সোমবার (১৮ ফেব্রুয়ারি) ২য় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে।

জয়নিউজ/ফয়সাল
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM