শোক দিবসে এম.এ. লতিফ এমপির ঢেউটিন বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এম. এ. লতিফ এমপি’র পক্ষ থেকে তার নির্বাচনী এলাকার ১০টি ওয়ার্ডে দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

- Advertisement -

বুধবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় ধোপার দীঘির উত্তর পাড়ে ৩৭ ও ৩৮নং ওয়ার্ডের দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

- Advertisement -google news follower

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এম. এ. লতিফ এমপি জনগণের সেবা করার মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তথা দলের ভাবমূর্তি উজ্জ্বল করার আহবান জানান। তিনি নেতা-কর্মীদের প্রতি জননেত্রী শেখ হাসিনার মতো দেশের জনগণের স্বার্থে রাজনীতি করারও পরামর্শ দেন।

বন্দর থানা আওয়ামী লীগ সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জাহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন মুরাদ, যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু, লবণ শ্রমিকলীগ সভাপতি আব্দুল মতিন মাস্টার, বন্দর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মাহাবুব হোসেন, ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি জানে আলম, ছাত্রলীগ নেতা সালাউদ্দিন বাবর, ৩৮ নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আল নূরী।

- Advertisement -islamibank

বক্তারা এম. এ. লতিফ এমপি’র বিগত নয় বছরের বিভিন্ন জন কল্যাণমূলক কর্মসূচির উল্লেখ করে তাকে আগামী নির্বাচনে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত করে বর্তমান সরকারের উনন্নয়ন কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে এবং গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাকে পুনরায় সরকার গঠনে সহায়তা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা এজাহার মিয়া, বন্দর ব্যবহারকারী শ্রমিক-কর্মচারী লীগ প্রতিষ্ঠাতা সভাপতি ইমাম হোসেন, ৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নাছির উদ্দিন, যুগ্ম সম্পাদক সৈয়দ মো. হোসেন, যুবলীগ নেতা মো. সুমন, মো. আকবর, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শেখ নওশাদ পিল্টু, ইউনিট আওয়ামী লীগ সভাপতি আবদুল মান্নান চৌধুরী, যুবলীগ নেতা জুয়েল, ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাসান মুরাদ, সহ -সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক হাজী মো. হাসান, সাংগঠনিক সম্পাদক হাসান মুন্না, ইউনিট সভাপতি মো. আব্দুস শুক্কুর, যুবলীগ সাধারণ সম্পাদক মো. আক্তার, যুবলীগ নেতা হাসান উদ্দিন সোহেল, ইমতিয়াজ সুমন, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুর উদ্দিন মারুফ প্রমুখ।

পরবর্তীতে অন্য ৮টি (২৭,২৮,২৯,৩০,৩৬,৩৯,৪০ ও ৪১) ওয়ার্ডে টিন বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM