কক্সবাজারে মালয়েশিয়াগামী ১৭ রোহিঙ্গা আটক

কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ার মোস্তাকপাড়া থেকে মালয়েশিয়াগামী ১৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। স্থানীয় সিকান্দরের স্ত্রী রোকসানার ঘরে এই রোহিঙ্গারা আশ্রয় নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ।

- Advertisement -

শনিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে সদর থানার ওসি (তদন্ত) খায়রুজ্জামান ও ওসি (অপারেশন) মাইন উদ্দিনের নেতৃত্বে এসআই আরিফ উল্লাহ এ অভিযান চালান।

- Advertisement -google news follower

সূত্র জানায়, কুতুবদিয়াপাড়ার চিহ্নিত মানবপাচারকারী একরামুল হক ও আবদুল কাদেরের নেতৃত্বে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সমিতিপাড়া এলাকার হোসনে আরা বেগমের বাড়িতে ১৭ রোহিঙ্গাকে রাখা হয়। পরে তাদের মোস্তাকপাড়ায় রোকসানার বাসায় নিয়ে আসা হয়। খবরটি জানাজানি হলে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো. আরমান খানের নেতৃত্বে বাড়িটি ঘিরে রেখে থানায় খবর দেয় স্থানীয়রা।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, এলাকাবাসীর দেওয়া খবরে পুলিশ ১৭ রোহিঙ্গা যুবককে উদ্ধার করে। এদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

- Advertisement -islamibank

মানবপাচারে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।

জয়নিউজ/শামীম/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM