সরকারের বাস্তবমুখী পরিকল্পনায় আমাদের শিক্ষাব্যবস্থা অনেকদূর এগিয়ে গেছে। এডুকেশন এক্সপো ফর স্কুলস’র উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) নগরের রেডিসন ব্লু’র মেজবান হলে চট্টগ্রামের স্বনামধন্য স্কুলগুলোকে নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এডুকেশন এক্সপো ফর স্কুল’স।
অনুষ্ঠানে মেয়র আরো বলেন, বাংলাদেশ একসময় গরিব দেশ ছিল। এখন স্বল্পোন্নত দেশ হয়েছে। আমরা আশার আলো দেখতে পাচ্ছি। ২০৪১ সালে উন্নয়নশীল ও সমৃদ্ধশালী দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ববাসীর কাছে পরিচিতি লাভ করবে। তখন বিশ্বের অনেক রাষ্ট্রের মানুষ জীবন-জীবিকার জন্য বাংলাদেশে ছুটে আসবে।
বর্তমান শিক্ষাব্যবস্থা সম্পর্কে মেয়র বলেন, আমাদের শিক্ষার হার ঊর্ধ্বমুখী। এটা সন্তোষজনক। সরকারের লক্ষ্য হচ্ছে, শিক্ষার হারকে শতভাগে উন্নীত করা। শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ১০ বছরে বাংলাদেশে স্বাক্ষরতার হার ৭৩ শতাংশে উন্নীত হয়েছে। সরকারের এই আমলে বাংলাদেশের শিক্ষার হার শতভাগে পৌঁছবে বলে তিনি প্রত্যাশা করেন।
এ সময় সিটি মেয়র ছাড়াও অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সমাজের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। ইস্টার্ন ব্যাংক ও কেওয়াই স্টিল এর পৃষ্ঠপোষকতায় মেলায় ক্যান্টনম্যান্ট পাবলিক কলেজ, চট্টগ্রাম গ্রামার স্কুল, চট্টগ্রাম গ্রামার স্কুল (এনসি), সাইডার ইন্টারন্যাশনাল স্কুল, ফ্রোবেল একাডেমি, ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ, ক্রান্স মনটানা ইন্টারন্যাশনাল স্কুল, প্লেজ হার্বার ইন্টারন্যাশনাল স্কুল, কোয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুল, বে-ভিউ স্কুল, দি অক্সফোর্ড ইনস্টিটিউট, ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড টেকনোলজি, আলিয়ঁস ফ্রঁসেজ দি চিটাগাং অংশগ্রহণ করে। মেলায় অভিভাবকদের পাশাপাশি অনেক শিশু শিক্ষার্থীরও সমাগম ঘটে।