৬ দফা দাবিতে ঢাবি ভিসি কার্যালয় ঘেরাও

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহাবস্থান, ভোটকেন্দ্র একাডেমিক ভবনে করা, হলের গেস্টরুম-গণরুমে নির্যাতন বন্ধসহ ৬ দফা দাবিতে ভিসি কার্যালয় ঘেরাও করেছে প্রগতিশীল ছাত্রজোট।

- Advertisement -

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে তারা বিক্ষোভ শুরু করে। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেলা ১২টা ৪৫ মিনিটে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

- Advertisement -google news follower

অবস্থান কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদেরও অংশ নিতে দেখা গেছে।

বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ইকবাল কবীর বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলো ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের দখলে রয়েছে। ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র যদি হলে রাখা হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা ছয়দফা দাবিতে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছি।

জয়নিউজ/অভিজিত/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM