লেবার পার্টি ছাড়লেন ব্রিটিশ পার্লামেন্টের ৭ সদস্য

লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন ব্রিটিশ পার্লামেন্টের সাত সদস্য। দলের শীর্ষ নেতা জেরেমি করবিনের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে তারা দলত্যাগ করেন।

- Advertisement -

পদত্যাগকারী এমপিরা হলেন চুকা উমুনা, লুইসিয়ানা বার্জার, ক্রিস লেসলি, অ্যাঞ্জেলা স্মিথ, মাইক গেইপস, গ্যাভিন শুকার এবং আন কফি।

- Advertisement -google news follower

সোমবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে এক সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, এখন থেকে স্বতন্ত্র এমপিদের নতুন একটি দল হিসেবে তারা পার্লামেন্টে বসবেন।

- Advertisement -islamibank

দলের বর্তমান নেতৃত্বের প্রতি ইহুদি বিদ্বেষের অভিযোগ এনে লুইসিয়ানা বার্জার বলেন, লেবার পার্টি সাংগঠনিকভাবে ‘ইহুদী বিদ্বেষী’দলে পরিণত হয়েছে এবং এ দলে থাকতে তিনি ‘লজ্জা পাচ্ছেন’।

অন্যদিকে পার্লামেন্টের অপর সদস্য ক্রিস লেসলি বলেন, “অতি বামরা লেবার পার্টিকে ছিনতাই করে ফেলেছে।”

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM