বয়ফ্রেন্ডের খোঁজে ক্যাটরিনা

রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর এখনো একা বলিউড গ্ল্যামার গার্ল ক্যাটরিনা কাইফ। এ বছরই নিজের সিঙ্গেল স্ট্যাটাস বদলাতে চান তিনি। খুঁজে পেতে চান ভালোবাসার মানুষটি।

- Advertisement -

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছেন, আমি আর সিঙ্গেল থাকতে চাই না। শীঘ্রই জীবনে ‘মিস্টার রাইট’আসবেন এ প্রত্যাশা তার।

- Advertisement -google news follower

ক্যাটরিনা আরো জানান, এর আগে সত্যিকার অর্থে কারো সঙ্গেই প্রেম হয়নি তার। এক বন্ধুর সঙ্গে আলাপকালে তিনি উপলব্ধি করেন, সাধারণত যেভাবে ডেটে যাওয়া হয়, সত্যিকার অর্থে সেসব অভিজ্ঞতা কখনোই তার হয়নি।

যেভাবে একজনের পক্ষে সিঙ্গেল থাকা সম্ভব, ঠিক সেভাবেই এতদিন ছিলেন এই অভিনেত্রী। তবে আর সিঙ্গেল থাকার ইচ্ছে নেই তার।

- Advertisement -islamibank

সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ এমন প্রশ্নের উত্তরে ক্যাটরিনা  বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ব্যক্তিস্বাতন্ত্র্য সম্পর্কে সম্যক কাণ্ডজ্ঞান থাকা। আর তার সঙ্গীর তা থাকা চাই ‘

ক্যাটরিনা আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এ ছবিতে জুটি বেঁধেছেন সুপারস্টার সালমান খানের সঙ্গে।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ