মেয়েরা সাজতে বসলে তাদের নাকি আর সময়জ্ঞান থাকে না। পাঁচ মিনিটের কথা বলে ঠিকই তিন ঘণ্টা লাগিয়ে দেয়।
এটা হয়তো বাড়িয়ে বলা, তবে কথা একেবারে মিথ্যা নয়। সাজগোজ নিখুঁত করতে ঠিকই অনেকটা সময় লেগে যায় মেয়েদের।
মেকআপ করার কাজটা যদিও সময়সাপেক্ষ, তবে কিছু কৌশল জানা থাকলে তা আবার পানির মতো সোজা! জেনে নিন কিছু সহজ উপায়–
চোখের নিচে কালি পড়ছে, সঙ্গে ফোলাভাবও রয়েছে! কনসিলার লাগান তিনকোণা শেপে, তারপর ব্লেন্ড করুন। কালি তো ঢাকবেই, ফোলাভাবও কম দেখাবে।
আইশ্যাডোর রং উজ্জ্বল দেখানোর একটা সহজ উপায় রয়েছে। প্রথমে চোখের পুরো পাতায় সাদা আইশ্যাডো পরে নিন। তার উপরে লাগান আপনার পছন্দের রঙের শ্যাডো। তফাৎটা সঙ্গেসঙ্গেই বুঝতে পারবেন!
আইল্যাশ কার্লার সামান্য গরম করে নিলে চোখের পাতার কার্ল বেশি সময় স্থায়ী হয়।
লিপস্টিক দেওয়ার আগে ঠোঁটে সামান্য পেট্রোলিয়াম জেলি ঘষে নিলে লিপস্টিক আর দাঁতে লেগে যাবে না। মুখের মধ্যে একটা আঙুল ঢুকিয়েও বাড়তি লিপস্টিক মুছে ফেলতে পারেন চট করে।
এছাড়া পাতলা ঠোঁট ভরাট ও টসটসে দেখানোর জন্য ভরসা রাখুন হাইলাইটারে। লিপস্টিক পরার পর ঠোঁটের চারপাশে সামান্য হাইলাইটার লাগিয়ে নিন, আর দেখুন ঠোঁট কতটা ভরাট দেখাচ্ছে!,লিপস্টিকের রঙ দীর্ঘস্থায়ী করতে চাইলে লিপস্টিক পরার পর প্রথমেই একটা টিস্যু পেপার দিয়ে বাড়তি রঙ শুষে নিন। তারপর সামান্য ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে ডাস্ট করে নিন।