সীতাকুণ্ডে ১০ লাখ টাকার অবৈধ কাঠ আটক

সীতাকুণ্ডের বার আউলিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে প্রায় ১০ লক্ষাধিক টাকার অবৈধ কাঠ ও একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

- Advertisement -google news follower

ফৌজদারহাট ফরেস্ট চেক স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম জয়নিউজকে বলেন, চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যান বোঝাই করে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ঢাকা পাচার হওয়ার সংবাদ পেয়ে পুলিশের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বারআউলিয়া এলাকায় ঢাকামুখী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট- ১৪-৪৪১৪) আটক করে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকের ভেতর থেকে প্রায় ১০ লক্ষাধিক টাকা মূল্যের ৫০০ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়।

- Advertisement -islamibank

পরে কাভার্ডভ্যানসহ অবৈধ কাঠগুলো আটক করে বন বিভাগের হেফাজতে নিয়ে বিভাগীয় বন মামলা দায়ের করা হয়েছে।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM