আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি নগরে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকারীসহ সবার সুষ্ঠুভাবে চলাফেরার লক্ষ্যে ২০ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সোনালী ব্যাংক (লালদিঘী), জহুর হকার্স মার্কেট, আমতলা, সিনেমা প্যালেস, বোস ব্রাদার্স, তিনপুল ও বৌদ্ধমন্দির এলাকা হয়ে শহীদ মিনার এলাকার দিকে (ভিআইপি গাড়ি ব্যতীত) সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ থাকবে।
এছাড়া শহীদ মিনারে আগত সব শ্রদ্ধা নিবেদনকারীরা সিনেমা প্যালেস মোড় থেকে পায়ে হেঁটে শহীদ মিনারে প্রবেশ করবেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে সবাই পায়ে হেঁটে শহীদ মিনার থেকে রাইফেল ক্লাবের সামনে দিয়ে বের হয়ে যাবেন।
জয়নিউজ/রুবেল/জুলফিকার