মহান আন্তর্জাতিক ভাষা দিবসে চট্টগ্রাম শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল। বৃহম্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি শ্রদ্ধা জানান।
মীর হেলাল বলেন, ’বাঙালি জাতি বীরের জাতি। পৃথিবীর কোন জাতি ভাষার জন্য প্রাণ দেয়নি। একমাত্র বাঙালি জাতি ভাষার জন্য নিজের তাজা রক্ত দিয়েছে। মহান ভাষা আন্দোলনই ছিলো দেশের স্বাধীনতার শুরু। পরবর্তীতে ১৯৭১ সালে সেই আন্দোলনের ফলাফল হিসেবে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু বর্তমানে সরকার দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করেছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।’
তিনি বলেন, ‘আরো একটি বৃহৎ গণ আন্দোলন হবে দেশে। সেটি হবে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন। সেই আন্দোলনে দেশের সকল জনগণ অংশগ্রহণ করবে।
অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন মীর হেলাল।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ সভাপতি আব্দুর রাজ্জাক ,হাটহাজরী উপজেলা বি এন পির যগ্ন আহবায়ক আইয়ুব খাঁন, হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মাসুদুল আলম, নগর যুবদল নেতা মোঃ আসলাম উদ্দিন, মহানগর জাসাস সাধারণ সম্পাদক শিপন, মহানগর জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আলী, উত্তর জেলা যুবদলের যুগ্ন সম্পাদক সাখাওয়াত শিমুল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আকবর আলী, উত্তর জেলা ছাত্রদল এর সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, যুগ্ন সম্পাদক তকিবুল হাসান চৌধূরী তকি, উত্তর জেলা যুবদলের সহ সাধরন সম্পাদক ফকরুল হাসান,উত্তর জেলা যুবদল নেতা মোদাস্সের শাহ, সহ প্রচার এস এম মামুন, সহ দপ্তর নাসির উদ্দীন, বায়েজিদ যুবদল নেতা মহিউদ্দীন জুয়েল, মোহাম্মদ রুবেল, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মোঃ রাসেল রহমান, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার আফতাব, আহসান খান, সানজিদুল আলম ফয়সাল, মহররম আলী, হাটহাজারী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ ইমরান চৌধুরী, যুগ্ন আহবায়ক নূরউদ্দিন, হাটহাজারী উপজেলা ছাত্রদল তানিম,মিজান সাইফুল এরশাদ প্রমুখ