শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন। এ সময় মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিনেমা প্যালেস মোড় থেকে শোভাযাত্রা করে শহীদ বেদীতে যান বিএনপি নেতা-কর্মীরা। এর আগে সিনেমা প্যালেস মোড়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ডা. শাহাদাত বলেন, অমর একুশে ফেব্রুয়ারি রক্তাক্ত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস। পৃথিবীর ইতিহাসে সৃষ্টি হয়েছিল মাতৃভাষার জন্য আত্মদানের নজির। তাদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা ও মায়ের বাংলা ভাষা। একুশে ফেব্রুয়ারি চির প্রেরণার প্রতীক। একুশের চেতনা আমাদের আত্মমর্যাদাশীল করেছে। একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ।
আবুল হাশেম বক্কর বলেন, একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। অধিকার আদায়ের চেতনা পরিপূর্ণতা দান করেছিল মহান একুশে ফেব্রুয়ারি। অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে ভাষা শহীদরা আমাদের প্রেরণার উৎস। সেই চেতনা নস্যাৎ করে একদলীয় শাসনের জগদ্দল পাথর আজ জনগণের কাঁধের উপর চাপানো হয়েছে। ২৯ ডিসেম্বর মধ্যরাতের নির্বাচনে ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আবু সুফিয়ান, যুগ্ম সম্পাদক ইসকান্দার মির্জা, আনোয়ার হোসেন লিপু, সাহেদ বক্স, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, নগর বিএনপির সম্পাদকবৃন্দ শিহাব উদ্দিন মুবিন, শেখ নুরুল্লাহ বাহার, কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, আব্দুল নবী প্রিন্স, থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ন, মহানগর বিএনপির সহসম্পাদক একেএম পেয়ারু, মো. ইদ্রিস আলী, আলমগীর নূর ও আবু মুছা, বায়েজীদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, নগর শ্রমিক দল সভাপতি তাহের আহম্মদ, নগর বিএনপির সদস্য আলী ইউসুফ, ইউসুফ সিকদার, শাহেদা বেগম, আখি সুলতানা, সায়মা হক, শাহনেওয়াজ চৌধুরী মিনু, নগর তাঁতী দল সভাপতি জাহাঙ্গীর আলম, নগর জাসাস সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপন, ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম মফিজ উল্লাহ, মো. আজম, নগর যুবদলের সহসভাপতি আজমল হুদা রিংকু, মো. আব্দুর রাজ্জাক, নাসিম চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, তৌহিদুল ইসলাম রাসেল, সেলিম উদ্দিন রাসেল।
জয়নিউজ/পার্থ নন্দী
সংবাদ প্রেরক