গাড়িতে গ্যাস সিলিন্ডারের বিকল্প ভাবছে সরকার। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাড়িতে গ্যাস সিলিন্ডার বন্ধের চিন্তা করছে সরকার। এক্ষেত্রে বিকল্প চিন্তা করতে সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে দগ্ধদের দেখতে গিয়ে তিনি এ তথ্য জানান।
গণপরিবহনে ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দ্রুত অপসারণে বিআরটিএকে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সিলিন্ডার ভয়াবহ বিপদ ঘটাচ্ছে। ফলে গাড়িতে সিলিন্ডারের বন্ধ করে দেয়াই ভালো।
এসময় পুরান ঢাকা থেকে যত দ্রুত সম্ভব কেমিক্যাল গোডাউন সরিয়ে ফেলার নির্দেশ দেন তিনি। এক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ছোট গাফিলতি বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। তাই কেমিক্যালের গোডাউন সরানোর কোনো বিকল্প নেই।