রোহিঙ্গাদের ফেরত পাঠানোর চেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

১২ লাখের মধ্যে অন্তত ৮ লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট  মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

- Advertisement -

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিতে রাজি হলেও উপযুক্ত পরিবেশ তৈরি করছে না মিয়ানমার।’

- Advertisement -google news follower

পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার রাজি যে তারা রোহিঙ্গাদের নিয়ে যাবে। কিন্তু এখনও নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থাই তারা করেনি। বরং দিন দিন ওখানকার পরিস্থিতি খারাপ হচ্ছে। অন্তত ৮ লাখ রোহিঙ্গা যারা সম্প্রতিক সময়ে এসেছে, তারা যাতে রাখাইন রাজ্যে নিরাপত্তার সঙ্গে যেতে পারে, সেজন্য চেষ্টা করছি।

এ সময় কক্সবাজারে জার্মান সাংবাদিকদের ওপর রোহিঙ্গাদের হামলার ঘটনাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

জয়নিউজ/অভিজিত/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM