লিঙ্কনে টেস্ট সিরিজের আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ড একাদশের মধ্যকার দুই দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনে বৃষ্টির বাগড়ায় খেলা হয়েছে মাত্র ১২ ওভার। ফলে বাংলাদেশের বোলাররা বোলিং করার সুযোগ পেয়েছেন ওই ১২ ওভারই।
এর মধ্যে সর্বোচ্চ ৫ ওভার বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। ইনিংসের চতুর্থ বলেই মুস্তাফিজ পেয়েছেন উইকেট। বাঁহাতি পেসারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন জ্যাকব বুলা। ৫ ওভারে ২টি মেডেনে ৯ রান দিয়ে মুস্তাফিজ পেয়েছেন বুলার উইকেটটি।
প্রথমবার টেস্ট দলে সুযোগ পাওয়া ইবাদত হোসেন বোলিং পেয়েছেন মাত্র এক ওভার। অবশ্য এক ওভারেই ৪ রানে তিনি নিয়েছেন একটি উইকেট। ডানহাতি পেসার বোল্ড করেন আরেক ওপেনার অ্যান্ড্রু ফ্লেচারকে।
এছাড়া আবু জায়েদ ও খালেদ আহমেদ বোলিংয়ের সুযোগ পেয়েছেন সমান ৩ ওভার করে। আবু জায়েদ অবশ্য ৩ ওভারেই দিয়েছেন ৩৪ রান, খালেদ ৮ রান। ১২ ওভারে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড একাদশ তোলে ৫৭ রান। ফ্লেচার করেন সর্বোচ্চ ৪৩ রান।
বৃষ্টির কারণে আগেইভাগেই দেওয়া হয়েছিল লাঞ্চ বিরতি। বিরতির পরও বৃষ্টি না থামায় আর একটি বলও খেলা হয়নি। ম্যাচ অনুমিতভাবেই ড্র হয়।
এর আগে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে আগে ব্যাটিং করে ৯৬.১ ওভারে ৪১১ রান তুলেছিল বাংলাদেশ।
আগামী ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে শুরু হবে তিন টেস্টের প্রথমটি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৯৬.১ ওভারে ৪১১ (তামিম ৪৫, সাদমান ৬৭, মুমিনুল ২০, লিটন ৬২ (রিটায়ার্ড নট আউট), সৌম্য ৪১ (রিটায়ার্ড নট আউট), মাহমুদউল্লাহ ৫৯ (রিটায়ার্ড নট আউট), মিরাজ ৫১ (রিটায়ার্ড নট আউট), তাইজুল ১৪, নাঈম ১২, আবু জায়েদ ২৩, খালেদ ০*; কোবার্ন ২/৯২, বুলা ১/৩১, নাটাল ১/৬০, সিয়ার্স ১/৭৭, লকরোজ ১/১০৪)।
নিউজিল্যান্ড একাদশ: ১২ ওভারে ৫৭/২ (ফ্লেচার ৪৩, বুলা ০, পোপিল ১২*, ম্যাক্লুরি ০*; ইবাদত ১/৪, মুস্তাফিজ ১/৯, খালেদ ০/৮, আবু জায়েদ ০/৩৪)।
ফল: ড্র।