পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন অপসারণে সরকারের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে উচ্চআদালতে একটি রিট দায়ের করা হয়েছে।
রোববার ( ২৪ ফেব্রুয়ারি) জনস্বার্থে হাইকোর্টে রিটটি দায়ের করেন নূর মুহাম্মদ আজমী ও খন্দকার কাওসার। আইনজীবী হিসেবে তাদের সঙ্গে ছিলেন অমিত দাশগুপ্ত।
পুরান ঢাকার নিমতলী ঘটনার পর তৎকালীন তদন্ত কমিটি ১৭ টি প্রস্তাব রেখেছিলেন সমস্যা সমাধানে। কিন্তু সেই প্রস্তাবনা বাস্তবায়ন করেনি সরকার।
মূলত কমিটির সমাধান প্রস্তাবনা বাস্তবায়নে সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে এই রিটটি দায়ের করা হয়। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।